AbcSongLyrics.com

Anupam Roy Tarar Moto english translation


Anupam Roy Tarar Moto song lyrics
Anupam Roy Tarar Moto translation
আমি তারার মতো জ্বলব,
I will shine like the stars
তোমার কথা বলব,
I will talk about you
দেখি আমায়, কে আটকায়?
Let's see who prevents me
আমি তোমার শরীরে,
I am in Your body
চামড়ার গভীরে,
Deeper in the skin
বয়ে যাই, কে আটকায়?
I flow, who will prevent?


তোমার ethics থাকে পাহারায়, যতবার,
As many times, your ethics guard you
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
I get you in two hands


ভেবে দেখ অন্য সকাল,
Think of another morning
নয়ত পর্দার আড়াল,
Or behind the curtain
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
Inside the heart, it's still red
ভেবে দেখ অন্য শহর,
Think of another city
কিংবা পরের বছর,
Or the next year
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
Inside the heart, there's still a storm


আমি মেঘের মত একা,
I am lonely like a cloud
আর তোমার সাথে দেখা,
And come across you
যদি কোথাও হয়ে যায়
If it happens somewhere
আমি ছুটে যাব আবার
I'm going to run again
কিছু থাক বা না থাক পাওয়ার
Whether there is something to get or not
দেখি আমায়, কে আটকায়?
Let's see who prevents me


তোমার ethics থাকে পাহারায়, যতবার,
As many times, your ethics guard you
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
I get you in two hands


ভেবে দেখ অন্য সকাল,
Think of another morning
নয়ত পর্দার আড়াল,
Or behind the curtain
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
Inside the heart, it's still red
ভেবে দেখ অন্য শহর,
Think of another city
কিংবা পরের বছর,
Or the next year
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
Inside the heart, there's still a storm